ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

তুরস্কে মুসলিম দেশগুলোর মহাসম্মেলন, যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  4:53 PM

news image
ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিশেষ অধিবেশন। এ অধিবেশনে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগামী শনিবার ইস্তানবুলে অনুষ্ঠিতব্য ওআইসির একটি বৈঠকে অংশ নেবেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্রটি জানায়, ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষ করে বৃহস্পতিবার আরাকের খোন্দাব পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে আলোচনা হবে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই স্থানে একটি আংশিকভাবে নির্মিত হেভি-ওয়াটার রিঅ্যাক্টরকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি অস্ত্র-গ্রেড প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে।

তুরস্ক ইসরায়েলের তীব্র সমালোচনা করে এই হামলাগুলোকে বেআইনি বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যে ইরান নিজেকে বৈধভাবে রক্ষা করছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মুসলিম দেশগুলোকে এই অঞ্চলে ‘বিশৃঙ্খলাকর কর্মকাণ্ডের’ মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও এই সম্মেলনে বক্তৃতা দেবেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্র রয়েছে। জোটটি দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোর জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চ হিসেবে কাজ করে আসছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী