ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

#

২৮ এপ্রিল, ২০২২,  11:34 AM

news image

নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও পার্শ্ববর্তী সালথা উপজেলার যদুনন্দি গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হবার খবর পাওয়া গেছে। নিহতের নাম নান্নু ফকির (৬৫)।

বুধবার রাতে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দি গ্রামের কাইয়ুম মোল্লা ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সানা মিয়ার সমর্থকদের মাঝে সন্ধ্যার পর সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হামলা চালান। 

হামলার সময় ইটের আঘাতে নান্নু ফকির নিহত হন। দুই ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী, মুকসেদপুর ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে একজন নিহত হয়েছেন। পুনরায় যাতে সংঘর্ষ না হয় সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী