ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৫,  4:39 PM

news image
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। এরপরই আগুন ধরে যায় পুরো উড়োজাহাজে। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

প্রাথমিকভাবে ২০০ জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, বিধ্বস্ত হওয়ার সময় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যায়। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

গুজরাট পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজ চলছে। এদিকে এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কিছু লোককে হাসপাতালে নিতে দেখেছেন। তবে কতজন আহত হয়েছেন বা প্রাণহানি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাতটি দমকল ইঞ্জিন এবং এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও এলাকাটি ঘিরে ফেলেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী