ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দুর্নীতি নিজেও করবো না, অন্যকে করতে দেব না-দিদারুল আলম দিদার

#

নিজস্ব সংবাদদাতা

১২ জুন, ২০২৪,  11:55 AM

news image

মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম:-  উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেছেন, দুর্নীতি নিজেও করবো না, অন্যকে করতে দেব না। সমাজে ভালো মানুষ গড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। এজন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন। তাছাড়া ফেসবুক,মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে ছাত্র-ছাত্রীদেরকে দূরে রাখতে হবে। টাকার অভাবে পটিয়াতে কোন শিক্ষার্থী যেন ঝড়ে না যায় ও টাকার অভাবে কোন রোগী যেন মারা না যায় সেদিকে নজর রাখা হবে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব মানুষের সেবক হিসেবে আজীবন কাজ করে যাবো।  

মঙ্গলবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পটিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সংবর্ধিত অতিথি দিদারুল আলম দিদার এসব কথা বলেন। অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। 

শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে’র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, মুজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের সভাপতি নরেন রায় চৌধুরী, শিক্ষক সমিতির দক্ষিণ জেলার সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল আলী মনজু।  


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী