দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : ড. কর্নেল (অব.) অলি আহমদ
নিজস্ব সংবাদদাতা
১৬ মার্চ, ২০২৫, 5:27 PM
নিজস্ব সংবাদদাতা
১৬ মার্চ, ২০২৫, 5:27 PM
দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : ড. কর্নেল (অব.) অলি আহমদ
মোরশেদ আলম:- "বৈষম্য বিরোধী আন্দোলন এখন হয়েছে, তবে আমি যখন ১৮ বছর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করি, তখনই আমাদের অন্যতম স্লোগান ছিল—‘বৈষম্যহীন বাংলাদেশ চাই।’"
শনিবার (১৫ মার্চ) পটিয়ার রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি পটিয়া উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কথা বলেন।
তিনি বলেন, "দেশকে শুধু বাইরের শত্রুদের হাত থেকেই নয়, বরং সেই বিশ্বাসঘাতকদের হাত থেকেও রক্ষা করতে হবে, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে।"
পটিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "পটিয়া থানার নতুন ভবন, নতুন হাসপাতাল উদ্বোধন, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমার এমপি ও মন্ত্রী থাকাকালীন সময়ে করা হয়েছে।"
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম. এয়াকুব আলী।
এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক হাসান আল মাসুদ, সদস্য সচিব আমিনুল হক তামিম, পৌরসভা এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ছৈয়দ, যুগ্ন আহ্বায়ক গাজী আমির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, শৈকত, আজিজুল হাকিম প্রমুখ।