ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দেশে দেড় বছর পর অন-অ্যারাইভাল ভিসা চালু

#

নিজস্ব সংবাদদাতা

০৪ ডিসেম্বর, ২০২১,  4:23 PM

news image

করোনার সংক্রমণ কমায় দেড় বছরেরও বেশি সময় পর বিদেশিদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) চালু করেছে সরকার। কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৫ মার্চ থেকে এ ভিসা দেওয়া বন্ধ ছিল।


এখন থেকে চারটি শ্রেণিতে যথাক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও তাঁদের স্বামী, স্ত্রী ও সন্তান; কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক; বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা, সেমিনার, কনফারেন্স বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে আসা বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে। 


পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে গত ১ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। 


করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। করোনার সংক্রমণ বেড়ে গেলে গত বছরের ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছিল। 


চার শ্রেণির মানুষের বাইরেও প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। 


অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী