ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দেড়শ বছরে লাথামই প্রথম

#

১০ জানুয়ারি, ২০২২,  11:13 AM

news image

নিজের দ্বিতীয় ওভারে যখন এলেন মুমিনুল হক, টম লাথাম অপরাজিত ছিলেন ২৩৬ রানে। সেই ওভারের প্রথম বলে ছক্কা, পরের বলে চার এবং তৃতীয় বলে ফের ছক্কা হাঁকান কিউই অধিনায়ক লাথাম। যার সুবাদে পৌঁছে যান ক্যারিয়ারের দ্বিতীয় আড়াইশ রানের মাইলফলকে।

প্রথম তিন বলেই ১৬ রান নেওয়ার পরেও থামার ইচ্ছা ছিল লাথামের। তাই চতুর্থ বলেও বড় শট খেলতে যান তিনি। কিন্তু এবার ধরা পড়ে যান স্কয়ার লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে। ফলে সমাপ্তি ঘটে ৫৫২ মিনিটে ৩৭৩ বলে ৩৪ চার ও ২ ছয়ের মারে খেলা ২৫২ রানের ইনিংসের।

আর এর সুবাদে ক্রিকেট ইতিহাসের অনন্য এক কীর্তিতে নাম উঠে যায় লাথামের। নারী ও পুরুষ মিলে প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঠিক ২৫২ রানের ইনিংস খেললেন কিউই অধিনায়ক। তার আগে আর কোনো ব্যাটার থামেননি ঠিক ২৫২ রানে।

লাথামের এই ২৫২ রানের ইনিংসের পর এখন সর্বনিম্ন 'অধরা' ইনিংসটি বেড়ে দাঁড়ালো ২৬৫ রানে। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটার এখন পর্যন্ত ঠিক ২৬৫ রানের ইনিংস খেলেননি। এছাড়া অন্তত একবার হলেও ০ থেকে ২৬৪ রান পর্যন্ত ইনিংস দেখে ফেলেছে ক্রিকেট ইতিহাস।

শুধু পুরুষ ক্রিকেট হিসেব করলে সর্বনিম্ন 'অধরা' ইনিংসে ২২৯ রানের। কেননা এখন পর্যন্ত কোনো পুরুষ ব্যাটার ঠিক ২২৯ রান করতে পারেননি। তবে প্রায় ২৫ বছর আগে ১৯৯৭ সালে নারী ওয়ানডে ম্যাচে ১৫৫ বলে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বেলিন্ডা ক্লার্ক।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী