ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দোকান নয়, যেন জাল দলিলের গুদাম

#

নিজস্ব সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  6:32 PM

news image


চট্টগ্রামে জাল স্ট্যাম্প, কোর্ট ফি ও ডাক টিকেট বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।


এর আগে, রোববার দুপুরে নগরীর ডবলমুরিং থানার বাদামতলী ও আগ্রাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন বেলাল, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হাড়ামিয়া এলাকার ওবায়দুর হকের ছেলে মাকসুদুর রহমান ওরফে রাসেল, মিরসরাই উপজেলার তিন ঘরিয়াটোলা এলাকার আবুল হাসেমের ছেলে আরব হোসেন ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার রাইশগাঁও কাজীর বাড়ির সেলিম মিয়ার ছেলে মো. মোশাররফ হোসেন শরীফ। 


সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকেট মজুদ রেখে বিক্রি করছিল একটি চক্র- এমন সংবাদে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম এন্টারপ্রাইজ নামে দুটি দোকানে অভিযান চালানো হয়। ওই সময় দোকান দুটি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকেট জব্দ এবং দুজনকে আটক করা হয়।


র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, দীর্ঘদিন ধরে এসব জাল রেভিনিউ স্ট্যাম্প, বিশেষ আঠালো স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি, ডাক টিকেট ও বিভিন্ন সীল দোকানে মজুদ করে বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে জানান আটকরা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী