ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র, হতে পারে ২৫ বছরের সাজা

#

১২ জুন, ২০২৪,  9:50 AM

news image
ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।  

স্থানীয় সময় মঙ্গলবার হান্টারের বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

সংশ্লিষ্টরা বলছেন, তিনটি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি রিভলভার কেনেন হান্টার বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয় সেখানেই তথ্য গোপন করেছেন তিনি। অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে অস্ত্র ব্যবসায়ীকে জানাতে হয়। কিন্তু হান্টার জানিয়েছিলেন, তিনি মাদকাসক্ত নন। পরে তিনি অস্ত্রটি নেন। 

প্রসিকিউটররা বলছেন, এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এরমধ্যে মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার দায়ে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য দেয়ায় সর্বোচ্চ ৫ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

হান্টার বাইডেন এমন সময় দোষী সাব্যস্ত হলেন, যখন তার বাবা জো বাইডেন আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

মামলার রায়ের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও বাইডেন জানিয়েছেন, আদালত তার ছেলের বিরুদ্ধে যে রায় দেবে সেটি তিনি মেনে নেবেন। এমনকি তিনি প্রেসিডেন্ট হিসেবে হান্টারকে ক্ষমা করবেন না। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী