ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রী হামলা

#

নিজস্ব সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৪,  11:52 AM

news image
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রী ও তার স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ হামলা হয়। এতে বরসহ অন্তত ৩ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে শফিকুল ইসলাম ও পারভীন খাতুনের বিয়ে হয়েছিল। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। তবে তিন মাস আগে শফিকুল পারভীনকে তালাক দেন। কিন্তু দেনমোহরের টাকা পরিশোধ করেননি। এরই মধ্যে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামে শফিকুলের দ্বিতীয় বিয়ে ঠিক হয়।

বিয়ের উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় শফিকুল তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফকিরপাড়া এলাকায় পৌঁছালে সাবেক স্ত্রী পারভীন খাতুন ও তার স্বজনরা তাদের পথরোধ করে হামলা চালায়। এতে বরসহ অন্তত ৩ জন আহত হন।

এ ব্যাপারে পারভীন খাতুন জানান, শফিকুল দেনমোহরের টাকা পরিশোধ না করে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই আমি তাকে পথরোধ করেছি। সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বরের নিরাপত্তা নিশ্চিত করে তাকে থানায় নিয়ে আসে এবং ঘটনার তদন্ত চলছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী