ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নজরুল পরিষদ ইউকের আয়োজনে নজরুল জয়ন্তী 'ঝিঙে ফুল' এর আয়োজন

#

২৯ মে, ২০২৩,  6:28 AM

news image

নজরুল পরিষদ ইউকের আয়োজনে নজরুল জয়ন্তী 'ঝিঙে ফুল 'আয়োজন করা হয় পূর্ব লন্ডনে ব্রাডি আর্ট সেন্টারে । । সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ নুরুল আলম এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সুচনা করা হয় । জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরীর নির্দেশনায় এবং শেখ নাজ ও তানজিনা নূর-ই সিদ্দিকীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন পন্ডিত চিরন্জীব চক্রবর্তী,ফারজানা সিফাত স্বপ্না, আকাশ সুলতান ,চঞ্চু দেব গুপ্তা জয়িতা ,শর্মিষ্ঠা গুহ,সাদিয়া আফরোজ চৌধুরী ।নৃত্য পরিবেশন করেন অরুণিমা কুমার এবং ঐশ্বরিয়া গুপ্তা ।


কবিতা আবৃত্তি করেন  ঊর্মি মাজহার,সুমনা ভট্টাচার্য, মানস চৌধুরী, তন্ময়া তানিয়া।বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন ওস্তাদ ইউসুফ আলী খান,পরাগ হাসান ,হাসান আহমেদ,ময়ূখজিত চক্রবর্তী  ।সারথী আর্টস-এর শিশু শিল্পী চিয়ারা দাস,উদয় দাস,অহনা ভৌমিক ,অয়ন্তী ভৌমিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সাউন্ড এ ছিলেন সামসুল জাকি স্বপন ।আলোকসজ্জায় ছিলেন মিঠু আজাদ।গান,নৃত্য এবং কবিতায় উঠে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামময় জীবনের নানা অধ্যায় এবং অনন্য সৃষ্টির বিভিন্ন দিক । এ যেন বিভিন্ন আঙ্গিকে কাজী নজরুল ইসলামের বৈচিত্রপূর্ণ জীবনকে সকলের সামনে তুলে ধরার এটি এক অন্যরকম প্রয়াস। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ও কমিউনিটির বিভিন্ন স্তরের নজরুলপ্রেমী  মানুষদের সমাগমে এই অনন্য অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী