ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নারীকে ধর্ষণের পর হত্যা ফাঁসির আদেশ

#

২১ জানুয়ারি, ২০২২,  1:19 AM

news image

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় জসীম উদ্দীন বাপ্পি নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর সরকারি কৌঁসুলি নিখিল কুমার নাথ বলেন, ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি জসীম উদ্দীন বাপ্পিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলাটির আরো চার আসামির মধ্যে দুজন মারা গেছেন। বাকি দুজনকে খালাস দিয়েছে আদালত। এর মধ্য একজন শুরু থেকেই পলাতক রয়েছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার কবির পাহাড়ে রান্নার জন্য কাঠ কাটতে যান শারমিন আক্তার নামে এক নারী। ওই সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জসীম উদ্দীন বাপ্পিসহ কয়েকজন। ধর্ষণের পর বাপ্পি তাকে ছুরিকাঘাতে হত্যা করেন।


ঘটনার পরদিন শারমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তে ধর্ষণ করে হত্যার প্রমাণ মেলে। ওই ঘটনায় ৩০ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়। মামলার পর বাপ্পিকে গ্রেফতার করে আদালতে পাঠালে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্ত শেষে মামলাটিতে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী