ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নিজের খোঁড়া গর্তে পড়েছে পুতিন: যুক্তরাজ্য

#

০১ এপ্রিল, ২০২২,  9:36 AM

news image
প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এক সাক্ষাৎকারে বলেন ইউক্রেন সামরিক অভিযান শুরু করে পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে ।

বেন ওয়ালেস বলেন, তিনি (পুতিন) ইউক্রেনের সাথে যা করছেন তাকে শুধু এর পরিণতি নিয়েই বাঁচতে হবে না, বরং তিনি তার নিজের সেনাবাহিনীর সাথে যা করেছেন তার পরিণতিও ভোগ করতে হবে।

তিনি বলেন, পুতিনের বাহিনী আর আগের মতো নেই। তার সেনাবাহিনী এখন ক্লান্ত। এই অভিযানে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার এই বিশাল বাহিনীর খ্যাতি নষ্ট করা হয়েছে। আসলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন পুতিন।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী