ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান

#

০২ ফেব্রুয়ারি, ২০২২,  5:55 PM

news image
নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান

অনলাইন ডেস্ক : সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে আমেরিকা। উত্তর কোরিয়াকে নিয়ে চরম উদ্বেগে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষেদের কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে তা ছিল জানুয়ারি মাসে দেশটির পক্ষ থেকে সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জাতিসংঘের মার্কিন মিশনের একাধিক সূত্রের জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানানো হয়।

দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনা সূত্রগুলো বলছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি ২,০০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং প্রায় ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়। আমেরিকার সামরিক সতর্কীকরণ কেন্দ্র দাবি করেছে, গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল বা অ্যালেউটেইন দ্বীপপুঞ্জে আঘাত হানার সক্ষমতা রাখে। 

দু’টি সংশ্লিষ্ট মার্কিন সূত্রের বরাত দিয়ে দেশটির নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যেকোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে এপি আরো জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উসকানি হিসেবে দেখছে ওয়াশিংটন যা কেবল উদ্বেগই বাড়াচ্ছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী