ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নেত্রকোনায় ১৮৬ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

#

নিজস্ব সংবাদদাতা

০৭ অক্টোবর, ২০২৪,  10:22 AM

news image

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই অবস্থায় জেলার চার উপজেলায় ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্লাবিত দুর্গাপুর উপজেলার ৬২, কলমাকান্দা উপজেলার ৯৩, পূর্বধলা উপজেলার ১১ এবং সদর উপজেলার ২০টি বিদ্যালয় বন্ধ করা হয়েছে। তবে পানি নেমে গেলে এসব বিদ্যালয়ে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রবিবার বিকালে পূর্বধলা উপজেলার নাটেরকোনা এলাকায় দুটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। কলমাকান্দার ভারপ্রাপ্ত ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। 

এদিকে, জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, শনিবার ও রবিবার দুর্গাপুর ও কলমাকান্দায় ৩ মেট্রিক টন চাল ও ৩০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী