ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

নেত্রকোনায় ২০ হাজার মানুষ পানিবন্দি, রেকর্ড বৃষ্টিপাত

#

নিজস্ব সংবাদদাতা

০৬ অক্টোবর, ২০২৪,  10:39 AM

news image
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে নেত্রকোনায় টানা বর্ষণের ফলে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গাপুর উপজেলার চারটি ইউনিয়নের অন্তর্ভুক্ত ১৫টি গ্রামে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জারিয়া জাঞ্জাইল এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিমিটার এবং দুর্গাপুরে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকলেও ধীরে ধীরে বাড়ছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করায় কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চণ্ডিগড় ও ককৈরগড়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বিপদে পড়েছেন। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস পানিবন্দি এলাকা পরিদর্শনে যান। তিনি ককৈরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন এবং পচার রে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা।

নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে এবং কংস নদের পানি জারিয়া পয়েন্টে বাড়ছিল। তবে সোমেশ্বরীর বিজয়পুর পয়েন্টে কিছুটা কমছিল। 

এখন পর্যন্ত সোমেশ্বরীর পানি বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৩.৩৯ সেন্টিমিটার এবং দুর্গাপুর পয়েন্টে ০.৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও কোনো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম হয়নি, তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী