পটিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা
০১ অক্টোবর, ২০২৫, 10:41 AM
                            নিজস্ব সংবাদদাতা
০১ অক্টোবর, ২০২৫, 10:41 AM
                            পটিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মোরশেদ আলম, চট্টগ্রাম :– চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জগন্নাথধাম মন্দিরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ১০ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান। দেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে এ পরিদর্শন করা হয়।
এ সময় স্থানীয় জনসাধারণ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল জিল্লুর রহমান বলেন, “এবারের দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”
তিনি জানান, পটিয়া উপজেলায় বর্তমানে ১০টি প্লাটুন মোতায়েন রয়েছে। পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে টহল দল মাঠে কাজ করছে। পাশাপাশি, গুজব প্রতিরোধে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্য ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। যে কোনো তথ্য প্রাপ্ত হলে তা যাচাই করা হবে—সত্য হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং মিথ্যা প্রমাণিত হলে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিগেড কমান্ডার পূজা আয়োজকদের প্রতি আহ্বান জানান মণ্ডপে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে এবং ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পটিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, উপজেলাজুড়ে মোট ২০০টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ২৪ সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী নিয়মিত টহল জোরদার করেছে।
স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারবেন।