ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শফিউল আলম

#

নিজস্ব সংবাদদাতা

১৫ জুন, ২০২৫,  3:37 PM

news image

প্রেস বিজ্ঞপ্তিঃ পটিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মাস্টার শফিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। ১৪ জুন (শনিবার) রাতে স্থানীয় এক রেঁস্তোরায় প্রেস ক্লাবের এক জরুরি সভায়  সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম (সম্পাদক- সাপ্তাহিক এজাহার), সাধারণ সম্পাদক গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ/ আলোকিত বাংলাদেশ),  যুগ্ম সাধারণ সম্পাদক আ,ন,ম সেলিম (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ/ সুপ্রভাত বাংলাদেশ), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি/ আজকের চট্টগ্রাম), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (সময়ের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন (ভোরের দর্পন), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), কার্যকরী সদস্য রনি কান্তি দেব (বিজয় টিভি/ জনবাণী), শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), হেলাল উদ্দিন নিরব (বাংলাদেশের খবর)।

সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রেস ক্লাবের কার্যক্রমে গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক সহ সভাপতি শফিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী