ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ার শামসুল হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর

#

নিজস্ব সংবাদদাতা

২৬ মে, ২০২৫,  9:22 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামে শামসুল আলম হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সৌদ হাসানের আদালত এ আদেশ দেন। পরে তাদের জেল হাসতে পাঠানো হয়।

জেলে যাওয়া ১০ আসামি হলেন-মোঃ রফিক (৪৪), মোঃ মাইনু (২৫), মোহাম্মদ রাজ (২০), রিদ্দু (২২), মোঃ মারুফ (২৫), আবু মোরশেদ (৩৫), মোহাম্মদ মুছা (৪৫), আবু সিদ্দিক প্রকাশ মিন্টু (৪০), মোঃ কামাল (৪০), মো ওসমান (৪০) ও মোহাম্মদ মোস্তাক (৪২)। এছাড়া বয়স বিবেচনায় মোহাম্মদ ফয়েজ আহমদকে জামিন দেওয়া হয়।

বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, চাঞ্চল্যকর শামসুল আলম হত্যা মামলায় ১১ জন আসামি আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত ১জনকে বয়স বিবেচনায় জামিন দেন। বাকি ১০ জনের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমকে  ভাঙ্গাপুল এলাকায় যুবলীগ নেতদা মোহাম্মদ ইউনূচের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী নির্মমভাবে ছুরি চালিয়ে আহত করে।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী সুমি আকতার বাদি হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী