ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় অগ্নিকাণ্ডে তিন ঘর ভস্মীভূত, নিঃস্ব তিন পরিবার

#

নিজস্ব সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:34 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনটি পরিবার।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। চোখের পলকে তিনটি ঘর ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরের ভেতরের আসবাবপত্র, মূল্যবান মালামাল এমনকি প্রয়োজনীয় কাগজপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন— নগেন্দ্র দাশের পুত্র বিমল দাশ, নির্মল দাশ ও বাবুল দাশ।

অশ্রুসিক্ত কণ্ঠে বিমল দাশ জানান, “আমার ছেলে নিউটন দাশের বিয়ে হয়েছে মাত্র সাত মাস আগে। নতুন সংসার গড়তে গিয়েই সবকিছু শেষ হয়ে গেল। ঘরের প্রতিটি জিনিস, এক টুকরো স্মৃতিও বাঁচাতে পারিনি।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আগুন নেভাতে। তবে ঘরগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।

#এমএ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী