ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

#

নিজস্ব সংবাদদাতা

১২ জুন, ২০২৪,  7:32 PM

news image

মোরশেদ আলম, পটিয়া(চট্টগ্রাম)॥ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে ও ঘনবসতি পূর্ণ লোকালয়ে গড়ে উঠা চট্টগ্রামের পটিয়ায় একটি ইটভাটা গুড়ি দিয়েছে প্রশাসন।


বুধবার (১২ জুন) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে উপজেলার হুলাইন ছালেহ নূর ডিগ্রী কলেজ এলাকা থেকে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।
এ অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী নেতৃত্বে দেন। এসময় তাকে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন সহযোগিতা করেন।  দীর্ঘদিন ধরে বৈধ কোন কাগজপত্র ছাড়াই সুমন হেলাল উদ্দিন চৌধুরী এআরএইচ ব্রিক ফিল্ড পটিয়ায় চালু রাখেন।।

চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এ ইটভাটার কোন বৈধ কাগজ পত্র নাই। লোকালয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে দীর্ঘদিন ধরে এআরএইচ ব্রিক ফিল্ডটি পরিচালনা করে আসছেন সুমন হেলাল। সাম্প্রতিক সময়ে এ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। কিন্তু ইটভাটা বন্ধ না করায় অবশেষে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের (২০১৩) ধারা-৪ অনুযায়ীসংশ্লিষ্ট জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করা যায় না। একই আইনের ধারা (৮) এর (১) অনুযায়ী লাইসেন্স থাকলেও লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের সুযোগ নেই। ধারা-৫ এর(১) অনুযায়ী- কৃষিজমি, পাহাড় বা টিলার মাটি কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না। এ ইটভাটার মালিক আইনকে তোয়াক্কা না করে ইট তৈরি করায় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী