ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় ইউপি সদস্যের রহস্যময় মৃত্যু, ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

#

নিজস্ব সংবাদদাতা

১১ জুলাই, ২০২৫,  6:10 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:-  চট্টগ্রামের পটিয়ায় ইউপি সদস্য ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামসেদ হিরু (৪৫) রহস্যজনকভাবে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামে তার বসতঘরের পাশের একটি কাচারি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামসেদ হিরু শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিচিত নেতা ছিলেন। তিনি একই এলাকার বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি প্রতিদিনের মতো স্থানীয় এক চায়ের দোকানে রাত ১১টা পর্যন্ত আড্ডা দেন। এরপর রাত কাটাতে যান পার্শ্ববর্তী কাচারি ঘরে, যেখানে তিনি নিরাপত্তা কারণে থাকতেন। কারণ, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি নিজের ঘরে না থেকে আলাদা ঘরে রাত কাটাতেন।

শুক্রবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, তিনি ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। এরপর দ্রুত স্থানীয়দের ডেকে এনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহ উদ্ধারের সময় তার বুকে রক্তের চিহ্নও ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ নামিয়ে ফেলেন। মরদেহ থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিকেলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ, মৃত্যুর মাত্র ১২ ঘণ্টা আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক পেইজে তিনি লেখেন—
‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কতটা অসহায়।’

তার এই রহস্যময় স্ট্যাটাস ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি কোনো চাপে ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলেও তার মৃত্যু নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকের দাবি পরিকল্পিতভাবে তাকে কেউ হত্যা করেছে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী