ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

#

নিজস্ব সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২২,  11:31 PM

news image

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. ফৌজুল কবির কুমারের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) সকালে ভুক্তভোগী ১৫ পরিবার চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে।

লিখিত অভিযোগ সূত্র মতে, গত ১৯ আগষ্ট উপজেলার উত্তর হুলাইন গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি চেয়ারম্যান শফিক চেয়ারম্যানের বাড়ি এলাকায় আগুনে ১৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সব সম্বল হারিয়ে নিস্ব হয়ে গেলে স্থানীয়রা যে যার মত মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। বর্তমানে স্থানীয়দের সহযোগীতায় দালানের নিচের গ্রেটবীম, টপ কলম ও গাথুনি পর্যন্ত কাজ হয়েছে। ক্ষতিগ্রস্তদের নিয়ে ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমার ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বিত্তশালীদের থেকে ঘর নির্মাণের জন্য ২৫ লাখ টাকা সংগ্রহ করে। ঘর নির্মাণের কাজ শুরু হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনুদানের টাকা গুলো ঘর নির্মাণের জন্য চাইতে গেলে আত্মসাতের উদ্দেশ্যে চেয়ারম্যান এই টাকা দিতে অস্বিকার করে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের হুমকি ধমকি ভয়-ভীতি দেখায় বলেও অভিযোগ তুলেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ফৌজুল কবির কুমার এই অভিযোগ অস্বিকার করে বলেন, ক্ষতিগ্রস্তদের চা/নাস্তা খরচ সহ বিভিন্ন সময় আমি পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করেছি। আমি ঘরগুলো নির্মাণের জন্য কমিটি করে দিয়েছি। এরই ধারাবাহিকতায় আমি অনুদান দিতে গেলে তারা অনুদান নেইনি আমার কাছ থেকে। ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন, চেয়ারম্যান যে আমাদের অনুদানের টাকা দিবেনা বলছে; আমাদের ভয়-ভীতি প্রদর্শন করেছে তা তাদরে কাছে কল রেকর্ড আছে। এই কল রেকর্ডই প্রমাণ করবে এর সত্যতা। এবিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন জানান, ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাতের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমানিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী