ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় গার্মেন্টসে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৮ শ্রমিক

#

নিজস্ব সংবাদদাতা

২১ মে, ২০২৫,  3:25 AM

news image

মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত সদ্য চালু হওয়া একটি পোশাক কারখানাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নিটেক্সপো লিমিটেড’ নামের এই কারখানায় হামলার ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন—মো. বেলাল (৩২), ঝুলি (৩০), শাহিন (৩৩), রিফাত (২০), সুপারভাইজার নিজাম (২৬), নারগিছ (৩৬), রিদয় (২৫) ও রমজান (১৮)। এদের মধ্যে মো. বেলাল উদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা সূত্র জানায়, আড়াই মাস আগে চালু হওয়া এই পোশাক কারখানাটি ঘিরে স্থানীয় বিএনপি সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। বিএনপি নেতা পরিচয়ে খোরশেদ আলম, ইসহাক ও শামিমসহ কয়েকজন কারখানার শ্রমিক পরিবহনের দায়িত্ব নিতে চাপ প্রয়োগ করেন এবং না মানলে মাসিক চাঁদা দিতে হবে বলে হুমকি দেন। এই নিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

কারখানার ম্যানেজার মো. আবদুর রহিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কারখানা চালাতে চাচ্ছি। কিন্তু স্থানীয় কিছু নেতা নিয়মিত হুমকি দিচ্ছেন। ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে—এই সন্ত্রাসী মনোভাব মেনে নেওয়া সম্ভব নয়।”

সংঘর্ষের খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনী ব্যবস্থার আশ্বাস দিয়ে পটিয়া থানার ওসি জায়েদ নূর গার্মেন্টস কর্মীদের রাতে সাড়ে ১২টার দিকে নিজ নিজ বাসায় ফেরত যেতে বলেন।

কারখানাটির মালিক মোহাম্মদ নওয়াব আলী চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি নেওয়ার পর থেকেই বিএনপি নেতা ইসহাক ও তার অনুসারীরা তাকে চাঁদা না দিলে হত্যার হুমকি দিয়ে আসছেন। তিনি বলেন, “ইতোমধ্যে আমাকে ১২ বার হত্যার হুমকি দেওয়া হয়েছে। শ্রমিক পরিবহনের বাসচালকদেরও নিয়মিত হুমকি দেওয়া হয়। ইসহাক এভাবে চলতে থাকলে কারখানা বন্ধ করে চলে যেতে হবে।”

এদিকে সংঘর্ষ ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে শিল্পাঞ্চলের পরিবেশ বিঘ্নিত না হয় এবং শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারেন।

উল্লেখ্য, বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘নিটেক্সপো লিমিটেড’ কারখানাটিতে বর্তমানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী