ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় চোরায় গরু-ছাগলসহ চক্রের ৪ সদস্য পুলিশের জালে!

#

নিজস্ব সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৪,  10:25 PM

news image

Pমোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়া গত এক বছরে বিভিন্ন ক্ষুদ্র খামার ও কৃষকের বাড়ি থেকে রাতের আঁধারে ৫ শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতি রাতেই বিভিন্ন ইউনিয়নের কোনো না কোনো গ্রামে গরু চুরি হওয়ার খবর শোনা যায়। এতে নিঃস্ব হয়েছেন অর্ধশতাধিক গরু পালনকারী প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র খামারি। এমন গরু চুরির হিড়িকে দিশেহারা হয়ে পড়ে কৃষক ও খামারিরা।

এ নিয়ে পুলিশ প্রশাসন তৎপর হলে কিছু সংঘবদ্ধ চোর ও চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হন।

সর্বশেষ রোববার দিবাগত রাতে পটিয়া সার্কেলের অতিরিক্ত মোঃ আরিফুল ইসলামের নির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শিমুল চন্দ্র দাস, এসআই(নিঃ) মোঃ আসাদুর রহমান, এসআই(নিঃ) আকরাম হোসেন সুমন, এএসআই (নিঃ) ফয়েজ আহম্মদ, এএসআই(নিঃ) অনুপ কুমার বিশ্বাস, এএসআই(নিঃ) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পটিয়া থানার মামলা নং-৩৫, তাং-২৫.২. ২৪খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্ত চোরাই গরু উদ্ধারের লক্ষ্যে মাঠে বিশেষ অভিযান পরিচালনা করতে গেলে ৪জন চোরকে ধরতে সক্ষম হন। তাদের দেওয়া তথ্যমতে, ৫টি গরু এবং ১টি ছাগল উদ্ধার হয়।


আটককৃত চোররা হলেন, মোঃ মুক্তার শাহ,  আব্দুর জব্বার, দিদার মিয়া ও মোঃ কাজীম উদ্দীন।

পুলিশ জানায়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চোর চক্র সক্রিয় ছিল। পুলিশ প্রশাসন তৎপর হওয়ার পর থেকে চোর বিভিন্ন কৌশলে চুরি করত। গত কয়েকদিনে অভিযানে কয়েকজন চোর সহ কয়েকটি গরু উদ্ধার করতে সক্ষম হয়। সর্বশেষ ৪ চোরসহ ৫টি গরু ও ১টি ছাগল উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, আটককৃতরা সংঘবদ্ধ চোর। তারা গ্রুপ করে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রতি রাতে সু-কৌশলে গরু চুরি করে নিয়ে যেত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই চোরগুলো পেশাদার চোর। তাদের সাথে আরো অনেকেই জড়িত আছে।

এ বিষয়ে পটিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তাদের কাছ থেকে কিছু নতুন তথ্য পেয়েছি আমরা। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছি।

তিনি আরো বলেন, আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে থানার চৌকস পুলিশ অফিসারদের নিয়ে পটিয়ায় গরু চুরি বন্ধসহ চোর চক্রের সদস্যদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছি। পটিয়ার খামারীরা যাতে নির্বিঘ্নে গরু লালন পালন করতে পারে তার জন্য  পুলিশ প্রশাসন উপজেলায় নিরলশভাবে ডিউটি করে যাচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যে চোরাই চক্রের বেশিরভাগ সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব আমরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী