পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ: ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা
২৫ জুলাই, ২০২৫, 2:43 AM
নিজস্ব সংবাদদাতা
২৫ জুলাই, ২০২৫, 2:43 AM
পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ: ইউপি সদস্য গ্রেফতার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. কামাল উদ্দিন (৪৩) নামের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া পৌর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎসু যশ চাকমা।
গ্রেফতারকৃত কামাল উদ্দিন উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ শ্রীমাই এলাকার মৃত নুর আহম্মদের পুত্র। বর্তমানে ঔ ওয়ার্ডের ইউপি সদস্য।
তদন্ত কর্মকর্তা যুযুৎসু যশ চাকমা জানান,"সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রমাণ পাওয়ার পরই তাকে গ্রেফতার করি।" তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামাল উদ্দিন পটিয়ার সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, বর্তমান সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিনের আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত।