ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় জমি বিরোধের জেরে সশস্ত্র হামলা, নারীসহ ৫ জন আহত

#

নিজস্ব সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫,  12:36 AM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে পটিয়া থানাধীন বড়লিয়া, নাথপাড়া এলাকায় এ হামলা ঘটে।

ভুক্তভোগী সুজন নাথ (৩২) পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগে জানান, তার প্রতিবেশী সমীর নাথ, দীপক নাথ, খোকন নাথ, রনজিত নাথসহ মোট ১০ জন পরিকল্পিতভাবে তার বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে তারা গালাগালি শুরু করে, এরপর তার বড় ভাই সুমন নাথ (৪২) প্রতিবাদ করলে তাকে লোহার রড, ইট ও লাঠি দিয়ে মারধর করে মাথা ও মুখে মারাত্মক জখম করে। এ ঘটনায় পম্পী নাথ, সাথী নাথ ও মোঃ সাফুজ্জমান চৌধুরীসহ আরও কয়েকজন আহত হন।


সুমন নাথ ও সাইফুজ্জমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের সঙ্গে আরও দুইজন আহতকে চমেকে পাঠানো হয়েছে। বাকিরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী