ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রের ১০ সদস্য গ্রেফতার

#

নিজস্ব সংবাদদাতা

০৫ মার্চ, ২০২৫,  10:01 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের অভিযানে সংঘবদ্ধ এক ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে পটিয়া পৌরসভার ইন্দ্রপোল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, পটিয়া-কক্সবাজার মহাসড়কের পাশে একটি ডাকাত দল সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে পটিয়া থানার একাধিক টিম অভিযানে নামলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। তবে ১০ জনকে আটক করা সম্ভব হয়, যদিও তাদের সঙ্গে থাকা আরও ৮-৯ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো— মো. আলমগীর (৩০), ইমরান হোসেন সাজু (২৪), মো. শাহজাহান জুয়েল (২৬), মাইন উদ্দিন (২৬), সজিব (২৪), মো. জয় (১৭), কে. এম মিজবাহ উদ্দিন জিসান (২৮), মো. সবুজ আলম (২৭), মো. আজাদ (২৭) ও মো. বিজয় (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে চাপাতি, দা, চাকু, টিপ ছোরা, সাবলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত ৫ বস্তা চাল, গ্যাস সিলিন্ডার, বাইসাইকেল, সিএনজির দরজা, কম্পিউটার মনিটর, গ্রিল কাটার মেশিনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও লুণ্ঠিত মালামাল সংরক্ষণের অভিযোগে পটিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী