ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় নিখোঁজের দুইদিন পর মিলল কৃষকের লাশ

#

নিজস্ব সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৫,  6:29 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। শান্তিপদ বিশ্বাস (৮৮) নামের ওই ব্যক্তি উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পেরপেরা গ্রামের বাসিন্দা। তিনি যোগেশ চন্দ্র বিশ্বাসের পুত্র।

মঙ্গলবার সকালে স্থানীয় একটি খালের পাশের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ দাহ করে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ শান্তিপদ বিশ্বাস নিখোঁজ হন। দুইদিন পর, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে একটি কৃষি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই ধর্মীয় রীতিতে মরদেহ দাহ করা হয়।

কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ নোবেল বিশ্বাস জানান, পরিবারের লোকজন নিজেরাই লাশ খুঁজে পান এবং পরে ধর্মীয় রীতি মেনে দাহ সম্পন্ন করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।

এদিকে এর আগের দিন, সোমবার রাত ৮টার দিকে বড়লিয়া ইউনিয়নের একটি ফসলি জমি থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তার পরিচয় শনাক্ত করা হয়—নিহত নারী রেহেনা আক্তার (৩৭), তিনি কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের আবদুস সালামের কন্যা। জানা গেছে, তিনি মানসিকভাবে বাক প্রতিবন্ধী ছিলেন।#১৫.৪.২৫

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী