ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় পেশাজীবিদের সম্মানে জামায়াতের ইফতার

#

নিজস্ব সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৫,  2:35 PM

news image

বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে পটিয়া উপজেলা ও পৌরসভা পেশাজীবি বিভাগ। শুক্রবার (২৭ মার্চ) পটিয়া সদরের গাজী কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পেশাজীবি বিভাগ পটিয়া উপজেলার সভাপতি এড. ওমর ফারুকের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে  চট্রগ্রাম জেলা দক্ষিণের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, '' বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদের মৌলিক অধিকার কেঁড়ে নিয়েছিলো। আমাদের বাক-স্বাধীনতা বলতে কিছুই ছিলো না। ফ্যাসিবাদের পতন না হলে আমরা এভাবে একত্রিত হয়ে মুক্তভাবে অনুষ্ঠান করতে পারতাম না। এদেশে আর যেন কোনো সময় ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"

জামায়াত মনোনীত চট্রগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. ফরিদুল আলম বলেন, "

আমাদের লক্ষ্য এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলেই এদেশে প্রকৃত অর্থে শান্তি প্রতিষ্ঠিত হবে।"

ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীন, সেক্রেটারী আনোয়ার হোসেন, পটিয়া পৌরসভা জামায়াতের আমির মাস্টার সেলিম উদ্দিন, সেক্রেটারী রাশেদুল ইসলাম, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারী জয়নাল আবেদীন আয়াজ, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ইঞ্জনিয়ার লোকমান, অধ্যাপক আব্দুল গফুর, শাহজাহান মহিউদ্দীন, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী