পটিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা
১৪ এপ্রিল, ২০২২, 10:06 PM
নিজস্ব সংবাদদাতা
১৪ এপ্রিল, ২০২২, 10:06 PM
পটিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলঘাট ইউপিস্থ স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে পাকাঁ বারান্দা থেকে সায়রা খাতুন(৮০) নামে পরিচিত ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূূত্রে জানা যায়, করোনার শুরুর দিকে সায়রা খাতুন নামের এই বৃদ্ধা ধলঘাট এলাকায় আসেন। এরপর থেকে সে ঐ এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের আশে পাশে বাস করতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মৃত অবস্থায় তাঁকে দেকতে পেয়ে পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক এসআই বিল্লাল আকন্দ জানান, স্থানীয়রা সায়রা খাতুন নামের ঐ বৃদ্ধাকে মৃত অবস্থায় ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বারান্দায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে তাঁকে উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করি।