ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় যুবকের জবাই করা লাশ উদ্ধার

#

নিজস্ব সংবাদদাতা

০৭ সেপ্টেম্বর, ২০২২,  1:59 AM

news image

মোরশেদ আলম (পটিয়া) চট্টগ্রামঃ- চট্টগ্রামের পটিয়ায় জবাইয়ের পর রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় বিমান ধর(৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা স্কুলের উত্তর পাশে একটি ডোবার পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জবাইয়ে ব্যবহার করা একটি ধারালো দা উদ্ধার করে। 

নিহত বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈরলা ১নং ওয়ার্ডস্থ বাইন্যা পাড়া গ্রামের দুলাল ধরের ৩ ছেলে মেয়ের মধ্যে বড় সন্তান । নিহত বিমান ধরের চট্টগ্রাম শহরে রাহাত্তারপুল এলাকা ও হাজারী গলদি এলাকায় তারা দুই ভাই মিলে স্বর্ণের দোকান করত।


নিহতের স্বজনরা জানায়, বিমান ধর রাত ১০টার দিকে তাদের মোবাইলে কল দিয়ে জানায় সে বাড়ি আসতেছে। এরপর তার সাথে আর কারোর যোগাযোগ হয়নি। রাত সাড়ে ১১টায় তারা শুনতে পাই এক যুবকের লাশ রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয়রা তাকে ছিনতে পেরে তাদের কে জানালে তারা ঘটনাস্থল এসে লাশ শনাক্ত করে। 

তারা আরো জানায়, বিমান ধর প্রতিদিন সকালে তার স্কুটি বাইক দিয়ে শহরে যেত এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফিরে আসত। বিমান ও তার ছোট ভাই দুইটি স্বর্ণের দোকান চালাতো শহরে।

এ বিষয়ে পটিয়া থানার এসআই মফজ্জল বলেন, স্থানীরা রাস্তার পাশে একটি স্কুটি ও চালককে পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে। নিহত বিমানের গলাই চুরির দাগ আছে। তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে তিনি ধারনা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বিমানের লাশ সুরতহাল সম্পন্নের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিমান ধরের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী