ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় রাইড শেয়ার চালককে বেঁধে রেখে ছিনতাই, হত্যাচেষ্টা

#

নিজস্ব সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫,  12:27 AM

news image

মোরশেদ আলম: পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে এক রাইডশেয়ার চালককে মারধর, ছুরিকাঘাত, গলায় রশি দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. আলমগীর (৪০) নামের এক মোটরসাইকেলচালক পটিয়া থানায় লিখিত অভিযোগে জানান, গতকাল (৮ এপ্রিল ২০২৫) রাত ৮টার দিকে তিনি কর্ণফুলী ব্রিজ এলাকায় অপেক্ষারত অবস্থায় এক অজ্ঞাত যাত্রী তাকে পটিয়া থানার অন্তর্গত খানমোহনা রেলস্টেশনে যাওয়ার জন্য ভাড়া করে। যাত্রীটির কথায় তিনি গন্তব্যের একটু সামনে ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া মহাশ্মশান এলাকায় পৌঁছালে সেখানে পূর্বে থেকে ওঁত পেতে থাকা আরও দু’জন সহযোগী মিলে মোট তিনজন মিলে তাকে অতর্কিতে আক্রমণ করে।

ভুক্তভোগী জানান, তারা প্রথমে তাকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একজন ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে দুইবার আঘাত করে। এরপর তারা তাকে মাটিতে ফেলে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায় এবং শেষপর্যন্ত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।

পরে দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মোবাইল (মূল্য আনুমানিক ৩,০০০ টাকা), নগদ ২,০০০ টাকা এবং একটি হোন্ডা ড্রিম মোটরসাইকেল (মূল্য আনুমানিক ৮০,০০০ টাকা) ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী