ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষনা

#

নিজস্ব সংবাদদাতা

০১ মার্চ, ২০২৪,  5:54 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- দীর্ঘদিন পর চট্টগ্রামের পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।  এতে সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিমকে। কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি ৪জন,  অতিরিক্ত সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সম্পাদক ২জন, কোষাধ্যক্ষ ১জন, নির্বাহী সদস্য ১৩জন ও নির্বাহী সদস্য (মহিলা) ২জন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভুইয়া স্বাক্ষরিত এ কমিটি ঘোষনা করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে অবিহত করা হয়েছে।

শনিবার বিকেলে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল করিম জানান, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা ক্ষমতায় থাকলেও পটিয়ার ক্রীড়াঙ্গনের নেতৃত্ব আওয়ামী লীগের হাতে ছিলো না। ফলে তরুণ প্রজন্ম শুধু খেলাধূলা থেকেই বঞ্চিত হয়নি ক্রীড়াঙ্গনে স্থবিরতাও বিরাজ করছিল। একসময় পটিয়ার ছেলেরা ফুটবল ক্রিকেট, কুংফু, ক্যারাতে, হকিতে জাতীয় পর্যায়ে খেলেছে। কিন্তু বিগত ১৫ বছর জাতীয় পর্যায়ে পটিয়ার প্রতিনিধিত্ব শূন্যের কোঠায় নেমে আসে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী