ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের শপথ নিলেন ডাঃ এমদাদুল হাসান

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জুলাই, ২০২৪,  8:16 PM

news image

মোরশেদ আলম:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত হয়েছে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন।

প্রথমবারের মত নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাজিমাত করেছেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুরব্রাক্ষণবাড়িয়া জেলার ১২ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। 

শপথ শেষে ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং খেলাধুলায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্যে কাজ করেছি। মানুষের বিপদে এগিয়ে আসার চেষ্টা করেছি। এখন ভাইস চেয়ারম্যান পদের পরিধি বিবেচনা করে আমার করণীয় পালন করে যাব।’

ডা. এমদাদুল হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সার্জারি বিভাগের রেজিস্ট্রার হন।

পরে নিজ উপজেলা পটিয়ায় ফিরে যান তিনি। ২০২১ সালে পটিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা হলে সার্জারি বিভাগের প্রধানব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরো নানা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত থেকে নিজেকে সবার মাঝে তুলে ধরেছেন

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী