ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া জিরি মাদ্রাসার ১১৫ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

#

নিজস্ব সংবাদদাতা

১০ ডিসেম্বর, ২০২১,  7:57 PM

news image

চট্টগ্রামের পটিয়ার আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার ১১৫ তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি শুক্রবার ১০ ডিসেম্বর রাতে মাদ্রাসা প্রাঙ্গনে সমাপ্ত হয়েছে।

জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আজিজুল হাসান, মাওলানা কাজী আখতার হোছাইন আনোয়ারী, আল্লামা নুরুল ইসলাম আদীব, আল্লামা সোলতান যউক নদভী, নজরুল ইসলাম কাছেমী, মাওলানা মহিউদ্দিন কাছেমী, মুফতি মিজান সাঈদ, মাওঃ রেজাউল করিম আবরার, মাওঃ ইয়াহিয়া, মাওঃ ড. আ.ফ.ম. খালিদ হোছাইন, আল্লামা মুফতি আব্দুল হালিম, মাওঃ নাছির বিন আজগর তৈয়বী, শেখ আহমদ উল্লাহ সাহেব, খোরশেদ আলম কাছেমীস, হাফেজ মুহাম্মদ খোবাইব, হাফিজুর রহমান ছিদ্দিকি কুয়াকাটা প্রমুখ।

বার্ষিক সভায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির র্ধম। ইসলাম সারা বিশ্বে শান্তির বার্তা পৌছায়। এখানে বিশৃঙ্খলা কোন স্থান নেই। যারা ইসলামের নামে আজ বিশ্বে অরাজকতা সৃষ্টি করছে তারা ইসলামের চরম শত্রু। যারা প্রকৃত মুসলিম তারা কখনো অশান্তি হানাহানিতে লিপ্ত হতে পারে না। তারা ভ্রান্ত মতধারায় পথভ্রষ্ট। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক মতাদর্শ প্রচার প্রসারে বিশ্ব ব্যাপী কওমী মাদরাসা সমূহ ব্যাপক ভুমিকা রাখছে।

বর্তমান সমাজে নিত্য পর্দা লংঘন হচ্ছে। কোনভাবেই ইসলামি শরীয়তে পর্দা না করার সুযোগ নেই।  এবং মাদক ইসলামী শরীয়তে সম্পুর্ন নিষিদ্ধ। কিন্তু মাদকের কারনে আজ সমাজ কলুষিত হয়েছে। মাদক মুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামের সম্পুর্ন বিধিবিধান মেনে চলতে হবে। এছাড়া কোন ভাবেই দেশ ও সমাজকে মাদক মুক্ত করা সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব বলেন, এ সব মাদরাসা পরিচালিত হয় এ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগীতায়। আপনাদের এ সহযোগীতা আগামীতেও অব্যাহত রাখবেন আশা রাখি। তাহলে ইসলামী শিক্ষা বিস্তারে সহায়ক হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী