ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার, মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

#

নিজস্ব সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৫,  7:21 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্য, দুই মাদক কারবারি এবং জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোলাইমদও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, ২৯ জুলাই রাত ৮টা ৫০ মিনিটে পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রিন্স আলমের বাড়ি থেকে মো. জানে আলম (৪৮) নামে এক মাদক কারবারিকে ৮০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।

একই রাতে রাত ৯টা ২০ মিনিটে পটিয়া থানা পুলিশ এবং পটিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে কচুয়াই ইউনিয়নের ওলিরহাট বাজার এলাকা থেকে মো. নয়ন (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২২.৫ লিটার চোলাইমদসহ আটক করা হয়।

এছাড়া ৩০ জুলাই ভোরে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া এলাকায় লবণ মিলের পাশে রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য মো. ইমরান মনির (৩৭) ও মো. ইব্রাহিম শিবলু (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোট ছুরি, একটি বড় দা, একটি বড় ছুরি এবং একটি কাটার উদ্ধার করা হয়।

এছাড়া এসআই (নি.) শফিক উল্লাহ, এসআই (নি.) আনবিক চাকমা, এসআই (নি.) ইভা সাহা ও এএসআই (নি.) জাফর আহম্মেদের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুইটি জিআর ও দুইটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী