ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়া বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ

#

নিজস্ব সংবাদদাতা

০৪ জানুয়ারি, ২০২২,  7:09 PM

news image
পটিয়া বৌদ্ধ বিহারে শীতবস্ত্র বিতরণ

পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে মণীন্দ্র লাল বড়ুয়া ও মিনা বড়ুয়ার পুত্র-পুত্রবধুদের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথেরো। এসময় বক্তব্য রাখেন, দাতা রিংকু বড়ুয়া বুলি ও পরিতোষ বড়ুয়া খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, ইন্দ্রসেন বড়ুয়া, অক্ষয়ানন্দ ভিক্ষু, বুদ্ধসেবক ভিক্ষু, প্রিয়পাল ভিক্ষু, শুভ, সুপ্ত, সাম্য প্রমুখ। প্রথম পর্যায়ে শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড.সংঘপ্রিয় মহাথেরো বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান নই আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।  মানুষ হিসেবে ¯্রষ্টা প্রদত্ত রাষ্ট্রের রুটি, রুজির সবকিছুর সমান অধিকার পাবে। কাউকে ছোট চোখে না দেখে মানবিক দৃষ্টিকোন থেকে দেখে সবার বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উল্লেখ্য যে,করোনাকালীন সময়ে এ পরিবার আত্মমানবতার সেবায় নিয়োজিত ছিল।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী