ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পথচারীকে ঘুষি মেরে লেবার পার্টি থেকে বরখাস্ত ব্রিটিশ এমপি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  5:31 PM

news image
ছবি: সংগৃহীত

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এক এমপিকে পথচারীকে ঘুষি মারার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।  

অভিযুক্ত এমপির নাম মাইক এইমসবারি। তিনি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের রুনকর্ন ও হেলসবি অঞ্চলের প্রতিনিধি। লেবার পার্টির একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সদস্যপদ প্রশাসনিকভাবে স্থগিত রাখা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এইমসবারি পুলিশকে তদন্তে সহায়তা করছেন।  

এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এইমসবারি এক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তাকে ঘুষি মারেন। সেই ব্যক্তি মাটিতে পড়ে যাওয়ার পরও তিনি ক্রমাগত আঘাত করতে থাকেন। আরেকটি ভিডিওতে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘কোনওদিন এমপিকে হুমকি দেওয়ার সাহস দেখাবে না।’  

এই ঘটনার আগে শনিবার এক বিবৃতিতে এইমসবারি দাবি করেন, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ওই পথচারী তাকে বারবার হুমকি দিচ্ছিল। আত্মরক্ষার জন্যই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে জানান। তিনি জানান, ঘটনার বিষয়ে নিজেই পুলিশকে অবহিত করেছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।  

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো সাড়া দেননি তিনি। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী