ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  6:00 PM

news image

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষের পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেখানে আরও সেনাবাহিনী পাঠানো হচ্ছে।

ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। রাওয়ালপিন্ডিতেও একই অবস্থা বিরাজ করছে। বন্ধ রাখা হয়েছে সেখানকার মোবাইল ইন্টারনেট। প্রধান সড়কগুলো কনটেইনার দিয়ে আটকে দেওয়া হয়েছে। 

১৪৪ ধারা জারির মধ্যে শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা জড়ো হন। তবে তারা এ বিধি লঙ্ঘন করে সমবেত হয়। ডি-চকে বিক্ষোভ করার চেষ্টা করেন তারা। পুলিশের বাধার মুখে তাদের বিক্ষোভ পণ্ড হয়ে গেলে পুলিশ এবং পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।

এদিকে আজ শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে ইমরানের সমর্থকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় পাঞ্জাব প্রশাসন সেনাবাহিনীর সহায়তা কামনা করেছে।

এর আগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মীদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি পুলিশি বাধার কারণে লাহোরে পৌঁছাতে না পারেন, তবে সবাই নিজেদের শহরেই অবস্থান নিন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী