ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পায়ে হেঁটে ১৫০ কিমি.পরিভ্রমণে চট্টগ্রাম জেলা রোভারের ৮ স্কাউট সদস্য

#

নিজস্ব সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৩,  12:57 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছে চট্টগ্রাম জেলা রোভারের  স্কাউটের আট সদস্য।

সোমবার (০৯ অক্টোবর) সকালে নগরীর চট্টগ্রাম কলেজ গেইট থেকে পাঁচদিনের জন্য কক্সবাজারের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন।

এবার পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথমবারের মত গার্ল-ইন-রোভার রোকসানা নাসরিন এবং পুষ্পিতা চক্রবর্ত্তী পরিভ্রমণে অংশ নিচ্ছে। 

পরিভ্রমণকারীরা হলেন, সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার শ্রাবণী দে ও লুৎফুন নাহার, স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের  রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার আবদুর রহমান খাঁন ও ফাহাদুল ইসলাম, পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার রোকসানা নাসরিন এবং পুষ্পিতা চক্রবর্ত্তী ।

পরিভ্রমণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম, রোভার স্কাউট প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম,  চট্টগ্রাম কলেজ রোভার গ্রুপের সাবেক সম্পাদক মোঃ কামাল উদ্দিন এলটি , হাজী মোহাম্মদ মুহসিন কলেজের রোভার স্কাউট লিডার এবং অন্যান্য রোভার স্কাউট সদস্যরা। 

৯-১৪ অক্টোবর মোট ৫দিন পাঁয়ে হেঁটে তারা এ পরিভ্রমণ সম্পন্ন করবেন। আজ যাত্রা কালে পথিমধ্যে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা করছে।  সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজে যাত্রা বিরতি করছে । আগামী কাল তারা লোহাগাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। লোহাগাড়া উপজেলা পরিষদে যাত্রা বিরতি শেষে পরদিন চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ যাত্রা বিরতিরপর  পরদিন কক্সবাজার রামু উপজেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা করবে। যাত্রা বিরতির পরদিন তারা চূড়ান্ত  লক্ষ্যে কক্সবাজার সদরের উদ্দেশ্যে যাত্রা করবে। 

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট  (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী