ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে পটিয়ায় জামায়াতের বিক্ষোভ

#

নিজস্ব সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৫,  8:26 PM

news image

মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়ায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

পটিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আমীর জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমানভাবে করতে হবে। একইসঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) প্রার্থী ডা. ফরিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হক্কানি, জেলা জামায়াত নেতা আরিফ জামি, একর্ড হোল্ডিং প্রোপার্টিজের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, মাস্টার নাছেরুল আলম শেখ, কালারপুল সাংগঠনিক থানার আমীর এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাস্টার সেলিম উদ্দীন, মুহাম্মদ ইব্রাহিম ও রাশেদুল ইসলাম প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী