ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পূর্ব লন্ডনের কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাহারের চেষ্টার অভিযোগ

#

নিজস্ব সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  5:02 PM

news image
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত হয়েছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আব্দুল মালিক (৫০)। একটি ধর্ষণ মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে অভিযোগ প্রত্যাহারে প্ররোচিত করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

মালিক ব্ল্যাকওয়াল অ্যান্ড কিউবিট টাউন ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী অ্যাসপায়ার পার্টির সদস্য। গত ২৩ জানুয়ারি তিনি অভিযোগকারী কিশোরীর বাবাকে যোগাযোগ করে তাঁর মেয়েকে মামলাটি প্রত্যাহার করতে ও আসামিকে জেল থেকে মুক্ত করতে বলেন বলে অভিযোগ রয়েছে।  

এ ঘটনায় মালিকের পাশাপাশি অভিযুক্ত ধর্ষকের পিতা আব্দুল রকিব (৪৫) ও ফুফু রাহেলা বেগম (৪১)-কেও অভিযুক্ত করা হয়েছে। ১০ জানুয়ারি রকিব ও বেগম কিশোরীটিকে ফোন করে মামলা প্রত্যাহারে চাপ দেন বলে জানা গেছে। তিনজনকেই ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টির অভিযোগে টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হতে বলা হয়েছে।  

আব্দুল মালিক ২০২২ থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মানবসম্পদ কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির সদস্য। মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন অ্যাসপায়ার পার্টির সাথে তাঁর সম্পৃক্ততা এই মামলায় রাজনৈতিক আবহ যোগ করেছে। 

বর্তমানে মালিককে টাওয়ার হ্যামলেটসের মার্কারি ওয়াকে, রকিবকে ম্যানর পার্কের ওয়ারিয়র স্কয়ারে এবং রাহেলা বেগমকে হডেসডনের রাই রোডে আটক রেখে বিচারের জন্য প্রস্তুত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের গুরুতর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী