ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

প্যারিসের রাস্তায় ৯ ঘণ্টা পড়ে ছিলেন সাংবাদিক

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  7:01 PM

news image
রেন রবার্ট

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় ৯ ঘণ্টা ধরে প্যারিসের একটি ব্যস্ততম রাস্তার ফুটপাতে পড়ে ছিলেন সুইডিশ ফটোগ্রাফার রেন রবার্ট (৮৫)।

শেষমেশ সেখানেই মৃত্যু হয় তাঁর। রেন রবার্টের এমন মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। তাঁর পরিচিতজনেরা এটিকে অবহেলাজনিত মৃত্যু বলে দাবি করেছেন। এ ঘটনায় ফ্রান্স ও বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে।

প্রচণ্ড ঠান্ডার মধ্যে দীর্ঘ সময় ফুটপাতে বৃদ্ধ একটি লোক কেন পড়ে আছেন, সেদিকে কেউ ফিরেও তাকাননি। 

সুইডিশ ফটোগ্রাফার রেন রবার্ট স্পেনের বিখ্যাত ফ্লামেঙ্কো নৃত্যশিল্পীদের ছবি তুলে খ্যাতি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরেই প্যারিসে বসবাস করতেন। বাড়ির কাছের একটি ব্যস্ততম সড়কে গত সপ্তাহে রাতে হাঁটতে বের হন তিনি। এ সময় সেখানেই হোঁচট খেয়ে পড়ে যান রবার্ট।

রবার্টের বন্ধু ও সাংবাদিক মাইকেল মমপনটেট বলেন, প্যারিসের প্যালেস দে লা আর পাবলিক এবং লা হলের মাঝামাঝি রিউ দে তারবিগোর একটি স্থানে পড়ে যান রেন রবার্ট। মাইকেল মমপনেট এক টুইটে বলেছেন, রবার্ট হাইপোথারমিয়ায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাথা ঝিমঝিম করছিল। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। নিজে নিজে উঠতে সক্ষম না হওয়ায়, সেখানেই পড়ে ছিলেন প্রায় ৯ ঘণ্টা। শেষমেশ এক গৃহহীন ব্যক্তি জরুরি সেবায় ফোন করে বিষয়টি জানান। কিন্তু ততক্ষণে তিনি আর বেঁচে ছিলেন না। মাইকেল ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ এই সময়ে কোনো পথচারীর মনে হয়নি লোকটি কেন এখানে পড়ে আছেন।

ফ্রান্স টিভি ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মমপনটেট এই ঘটনার স্মৃতিচারণা করেন। এ সময় তিনি দাবি করেন, অবহেলার কারণে রবার্টের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের মাদ্রিদ শহরের গৃহহীন মানুষদের নিয়ে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছে অলিভার অ্যাসোসিয়েশন। সংস্থাটি রবার্টের এই ঘটনাকে দুঃখজনক বললেও, এতে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করে তারা।

এক টুইট বার্তায় সংস্থাটি বলেছে, অসংখ্য মানুষ রেন রবার্টের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু বাস্তবতা আরও কঠিন। এই সংস্থাটির মতে, ফ্রান্সে প্রতিবছর প্রায় ৬০০ মানুষ রাস্তায় প্রাণ হারায়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী