ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

#

নিজস্ব সংবাদদাতা

১৪ জুন, ২০২৫,  2:51 PM

news image

গত ১৩.৬.২৫ইং তারিখে ‘দৈনিক পূর্বকোন’ এবং ‘ দৈনিক আজকের পত্রিকা ‘ পত্রিকার ভার্সনে পটিয়ার “হাইদগাঁও উচ্চ বিদ্যালয়” এর প্রধান শিক্ষক পদত্যাগে এক সপ্তাহের আল্টিমেটাম ছাত্রদল নেতার' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন। এক প্রতিবাদে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। হাইদগাঁও ইউনিয়নের সর্বস্থরের ব্যানারে সেদিন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হাইদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতারা, জামায়াতের নেতারা, ইসলামিক ছাত্রফ্রন্টের নেতারা, বীর মুক্তিযোদ্ধারা সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিগন বক্তব্য রাখেন। আমিও নীতি নৈতিকতা থেকে সেদিন সেখানে উপস্থিত হয়ে সবার অনুরোধে বক্তব্য রাখি। শ্যামল মাস্টার আমাকে উদ্দেশ্য করে আমি করিয়েছি বলে যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব বক্তব্য। এখানে আমি জনগনের কাতারে ছিলাম। হাইদগাঁও এলাকাবাসীর স্বার্থে সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে যখন যেখানে ডাক আসবে আমরা যেতে বাধ্য থাকব। কারন এটা আমাদের জন্মস্থান। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই বক্তব্যের সত্যতা জানার জন্য-আমার বক্তব্য নিলে বিষয়টি প্রতিবেদক পরিষ্কার হয়ে যেত আদৌও আমি জড়িত কিনা। শ্যামল মাস্টার তার অপরাধ ডাকা দিতে এমন ভূয়া সংবাদ পরিবেশনে এই প্রতিবেদককে বাধ্য করেছে বলে আমি মনে করছি। আমার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে। আমি একজন ব্যবসায়ী হিসেবে এই নিউজের পর সামাজিক, মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকার এই প্রতিবেদকদ্বয় কে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিল বলে আমি মনে করছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী