ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন খরিদকৃত জায়গায় ভবন নির্মাণ কাজে বাধাঁ, চাঁদা দাবি, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

#

নিজস্ব সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২১,  3:44 PM

news image
প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন খরিদকৃত জায়গায় ভবন নির্মাণ কাজে বাধাঁ, চাঁদা দাবি, প্রকাশ্যে প্রাণনাশের হুমকি

চট্টগ্রামের পটিয়া পৌরসদরস্থ বৈলতলী রোডের আলম শাহ সড়কের পাশে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তারের খরিদকৃত জায়গায় ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় কিছু ভূমিদস্যূ নির্মাণ কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করার প্রতিবাদে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে পটিয়ার একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক, দাড়োয়ানদের ভয়ভীতি প্রদর্শন করে রাতের আধাঁরে লোহা ও সিমেন্ট চুরি করে নিয়ে যায় ভূমিদস্যূরা যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও তাঁর নির্মানাধীন ভবন নির্মাণে ভূমিদস্যূরা ভাংচুর ও লুট করতে গেলে তা বাঁধা দিতে গিয়ে ভূমিদস্যূরা প্রবাসীর স্ত্রী ফারজানা আকতারের উপর হামলা করে তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় এবং তাঁর স্বামী বিদেশে থাকার কারণে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ প্রকাশ্যে প্রাণণাশের হুমকি দিয়ে আসছে। বিগত আট/নয়মাস ধরে পটিয়া থানায় এ অভিযোগ দিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠক করেও কোন সুরাহ হয়নি। সে সংবাদ সম্মেলনের তাঁর জীবনের নিরাপত্তা সহ ভূমিদস্যূদের রাহু গ্রাস থেকে পরিত্রান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফারজানা আকতারের নানি হাজী মোহাম্মদ শাহানার বেগম, তাঁর মামি হাজী মোহাম্মদ ছেনোয়ারা বেগম, তাঁর মা নারগিস আকতার, স্থানীয় তসলিমা আক্তার ও বাছু আক্তার প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী