ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বউ ভেবেছিল আমি চলচ্চিত্রের বড় নায়ক: জয়

#

৩০ ডিসেম্বর, ২০২২,  6:39 PM

news image



বিয়ের সময় শাহরিয়ার নাজিম জয়ের স্ত্রী ভেবেছিলেন তাঁর স্বামী চলচ্চিত্রের বড় নায়ক, কিন্তু বাস্তবে তো জয় তেমন কোনো নায়ক নন। তবে উপস্থাপক হিসেবে সুনাম অর্জন করেন জয়। কিন্তু ওই যে বিয়ের সময় স্ত্রী মনে করেছিলেন- সেই মনে করাটাকে প্রাসঙ্গিকভাবে সামনে আনলেন জয়।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জয় বলেন, ‘বিয়ের সময় আমার বউ ভেবেছিল আমি নাটক এবং চলচ্চিত্রের বড় নায়ক। কালের বিবর্তন এ বুঝতে পারল আমি আর নায়ক না। উপস্থাপক। 


সাম্প্রতিক সময়ে এই প্রসঙ্গ তোলার কারণ হলো নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জয়।এটির নাম ‘গুটি’ যেটা সম্ভাবনা তৈরি করেছে তাঁকে সেই হিট নায়ক হিসেবে হাজির করতে পারে। অন্তত জয়ের স্ত্রীই এমন সম্ভাবনার কথা বলেছেন।


শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘শঙ্খ দাশগুপ্তের গুটির কিছু দৃশ্য আমার মোবাইলে দেখে অবাক হয়ে বলল গুটি তো সেই লেভেলের হিট হবে।   তুমি তো আবারও। 


জয় বলেন, ‘আমার গুরু ফরিদুর রেজা সাগর ভাই ও বললেন গুটি হিট হবে। তিনি বললেন উপস্থাপনার পাশাপাশি অভিনয় কর। আবারো অভিনয় ফিরব আমি কিন্তু কখনো কল্পনাও করিনি।   


জানুয়ারির ৫ তারিখ চরকিতে গুটি মুক্তি পাবে। আসলে অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার নেশায় আসক্ত হচ্ছি। আমাদের সময়


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী