ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বল হাতে লড়াইয়ের পরও হার মানল বাংলাদেশ

#

ক্রীড়া ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৫,  6:16 PM

news image
ছবি: সংগৃহীত

বোলাররা চেষ্টার কমতি রাখেননি। লড়াইয়ের রসদ যদি পর্যাপ্ত না থাকে, তাহলে জেতা মুশকিল। যতটুকু আছে, তা দিয়ে সবটা উজাড় করেই দিয়েছেন বাংলাদেশের বোলাররা। জেতা হয়নি তবুও। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে চার দিনে। আজ বুধবার (২৩ এপ্রিল) বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে।  জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। ৫০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে সফরকারীরা।

সিলেটের এই পিচে চতুর্থ ইনিংসে ১৭৪ রান আহামরি লক্ষ্য নয়। জিম্বাবুয়ে এগিয়েছে দেখেশুনেই। উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে এনে দেন মজবুত ভিত। ৯৫ রানের জুটি পথচলা সহজ করে বাকিদের।  ৪৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন কারান।

১০ রান করা নিক ওয়েলচকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশের জন্য ভয়ানক হয়ে ওঠা শিন উইলিয়ামসকে ৯ রানেই বিদায় করেন মিরাজ। ৫৪ রান করা বেনেটকেও আউট করে ম্যাচ কিছুটা জমিয়ে তোলেন মিরাজ।

এরপর আসে হালকা বৃষ্টি। বিরতির পর খেলা শুরু হলে বাংলাদেশের বোলাররা জ্বলে ওঠেন আবারও। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফেরান তাইজুল। নায়াসো মায়াভো ও ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দর্শকের স্নায়ুচাপ বাড়ান মিরাজ। তবে, শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি জয়ের স্বাদ নিতে। ব্যাটারদের ব্যর্থতায় আড়াল হলো বোলারদের লড়াই। যেখানে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৯১/১০

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২৭৩/১০

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৫৫/১০

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস : ৫০.১ ওভারে ১৭৪/৭ (বেনেট ৫৪, কারান ৪৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভিন ১০, মাদেভিরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, এনগারাভা ৪*; নাহিদ ৫-০-২৪-০, হাসান ৪-১-১৩-০, মিরাজ ২২.১-৮-৫০-৫, খালেদ ৩-১-৬-০, তাইজুল ১৬-০-৭০-২)

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী