ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বসতবাড়িতে লুটপাট ও সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

#

১৫ জানুয়ারি, ২০২২,  4:36 PM

news image

এনএল প্রতিবেদক  :

বসতবাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নালের পরিবার। 

গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা মৌজাধীন সাদরপাড়া ফুটবলখেলা মাঠ সংলগ্ন ডা.জয়নালের বাসতবাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক লুটপাট, ভাঙচুর করেছে৷ সন্ত্রাসীকাজে বাঁধা দেয়ায় দুর্বৃত্তরা ডা. জয়নাল আবেদীন তার স্ত্রী ও তিন শিশু পুত্রকে বেধড়ক মারধর করেছে তারা৷ তাদের  চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। 

ভুক্তভোগী ডা. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সশস্ত্র সন্ত্রাসীরা শুধু আমাদের মারধর করেছে তা নয় ব্যাপক লুটপাট  ও বসতবাড়িতে ভাঙচুর করেছে। নিয়ে গেছে বসতবাড়িতে থাকা ২ টি ল্যাগেজ, যেখানে কাপড় চোপড় স্বর্ণালংকার ছাড়াও মূল্যবান কাগজপত্রও ছিল । বসতিতে ছড়ি ছিটিয়ে থাকা ৫০ ব্যাগ সিমেন্ট, লোহার রড, ইট কংক্রিটসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় গিয়াস উদ্দিন রাজন ও ইউনুস এর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। 

এবং তাদের সাথে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন  লোক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।   সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জয়নালের স্ত্রী  রুমেনা আক্তার এখনো শংকামুক্ত নয়। 

অতর্কিত এ হামলায় জয়নাল নিজেকেও আহত বলে দাবি করেন এবং তার তিন শিশু পুত্রকে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।তবে ডা. জয়নাল জানিয়েছেন মামলার প্রস্তুতি চলছে। 

স্থানীয়রা বলেন , ডা. জয়নাল স্বপরিবারে উক্ত বসতবাড়িতে দীর্ঘ ১২-১৩ বছর পর্যন্ত বসতি করে আসছে বলে সাংবাদিকদের জানান।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী