ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

বাবার আত্মস্বীকৃত খুনিকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন জিয়া- সেমিনারে ডা. নুজহাত

#

৩০ মার্চ, ২০২৩,  7:29 PM

news image

ঢাকা ::  ‘আমার বাবার আত্মস্বীকৃত খুনি ইনকিলাব পত্রিকার মাওলানা মান্নান। তাকে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। আর এরশাদের আমলে সে হয় মন্ত্রী।-বেশ আবেগতাড়িত কণ্ঠে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী।

শুক্রবার (২৪ মার্চ ২০২৩) বাংলাদেশে পাকিস্তানে বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ওয়ান বাংলাদেশের সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. রশিদুল হাসানের সভাপতিত্বে ও ওয়ান বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেক্রেটারি নবনীতা চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওয়ান বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. শাহ্ আজম, রাবি উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম টিপু এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

সেমিনারে ডা. নুজহাত চৌধুরী আরো বলেন, আমরা এই গণহত্যার একটি জাতীয় স্বীকৃতি চেয়েছিলাম। সেটাই তো মেলেনি। ১৯৭৫ থেকে ‘৯৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তারা তো খুনিদের অংশ ছিলেন। তারা তো জাতির পিতাকে খুন করেছে। তারাই তো রাজাকার আলবদরদের নিয়ে সরকার গঠন করেছে। খালেদা জিয়াও বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার মূল হোতা নিজামী ও মুজাহিদকে বেছে বেছে মন্ত্রী করল। সুতরাং জাতীয় স্বীকৃতি আপনি পাবেন কোথায়? তাই তো ফিরে ফিরে আসি,কথাগুলো আপনাদের বলি।


একদিন সত্যের জয় হবে এবং বাংলাদেশ এই গণহত্যার ন্যায্য স্বীকৃতি অর্জন করবে জানিয়ে নুজহাত চৌধুরী বলেন, আমার ছেলে-মেয়ে যেভাবে আমার দিকে তাকিয়ে আছে। আপনাদের ছেলে-মেয়ে, আপনাদের পরবর্তী প্রজন্ম এভাবেই আপনাদের দিকে তাকিয়ে থাকবে এই স্বীকৃতি আদায়ের জন্য। যেন আপনার ছেলেকে আবার সেই বধ্যভূমিতে পরে থাকতে না হয়।

[22:28, 28/03/2023] Belal Bishonews: ৫২তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ সোমবার বিকেলে পূর্ব লন্ডনের একটি কমিনিটি হলে লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি আলহাজ নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জাকির হোসেন। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট এম এ করিম,সহপ্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ,টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার আহবাব হোসেন,আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম নাজিম,লন্ডন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়া,সৈয়দ এহসানুল হক,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ,যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান,প্রজন্ম’৭১ এর আহবায়ক মোঃ বাবুল হোসেন,যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমজ্জামান,যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ,কবি আব্দুল হান্নান,আব্দুর রহিম শামীম আমিনুল হক জিলু ,জুবেদুর রশীদ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন,বাংলাদেশর সাথে জড়িয়ে আছে একটি অভিছেদ্য নাম তা’হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গবন্ধু ব্যতিত বাংলাদেশের ইতিহাস যেমন রচনা করা যায় না ঠিকই,তেমনি বাস্তব সত্য হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম নাহলে তার নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ নামে একখানা ভূখন্ডের অভ্যুদয় হত না এবং আমরা একটি স্বাধীন বাঙালী জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পারতাম না।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী